শরৎ শারদা

12

রামপ্রসাদ সূত্রধর

বর্ষার শেষে শরৎ আসে
অপরূপ রূপ নিয়ে।
হেরি নয়নে বাংলার ছবি
সৌন্দর্য পড়ে ছড়িয়ে।

সাদা পুঞ্জ মেঘ উড়ে যায়
শরৎের নীল আকাশে।
মালা গেঁথে বক উড়ে যায়
আমাদের এই দেশে।

শরৎে শিউলি ফুল ফোটে
জল সুন্দর শরৎকালে।
নদীর তীরে সাদা কাশবন
বাতাসের সাথে দোলে।

রাত ভর শিশির ঝরে
শরৎ ঋতুর রানী।
স্বর্গ হতে শ্যামল অঙ্গনে
আসিল জগত জননী।