পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব আজ শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা জানেন যে, আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় জন্মাষ্টমী শোভাযাত্রা, রাত সাড়ে ০৭ টায় জন্মাষ্টমীর শুভ অধিবাস।
ঐদিন শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে রিকাবীবাজার – চৌহাট্টা -জিন্দাবাজার – নাইওরপুল – বন্দর -তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।
২৪ আগষ্ট শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত কীর্তনমেলা, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০ টায় মহা-অভিষেক অনুষ্ঠান, রাত সাড়ে ১২ টায় অনুকল্প প্রসাদ বিতরণ। ২৫ আগষ্ট রবিবার নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৩তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব ।
এ উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস। এছাড়া বেলা ১১ টায় শ্রীল প্রভুপাদের অভিষেক অনুষ্ঠান, দুপুর ১টায় শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন, দুপুর ১.৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণকমলে সহস্র লাল গোলাপ নিবেদন, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩ টায় অফারিং সেটার পাঠ, সন্ধ্যা ৭ টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ কথামৃত, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন, রাত ৯ টায় সাংস্কৃতিক অনুষ্টান।
সিলেটে জন্মষ্টমী উপলক্ষে ৩দিনব্যাপী কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। বিজ্ঞপ্তি