হামীম রায়হান
বৃষ্টি-১
বৃষ্টি নামে মেঘের ভাজে
রাতের তালে তালে,
বিজলীর ঝলকানিতে বাতাস
বইছে গাছের ডালে।
নেই যে কোথাও সবকিছু চুপ,
ঘোর লাগা এক রাত,
বজ্র হাওয়ায় বৃষ্টি নামে
সব ভিজে এক সাথ।
বৃষ্টি-২
বৃষ্টি নামে ঝুপ করে,
মন থাকে না আর ঘরে।
যায় যেন তা মেঘের সাথ,
ব্যাঙের ছাতা হল কাত।
মন ঝড়ে যায় বৃষ্টি হয়ে,
পূবের বিলে যায় সে বয়ে।
মন বৃষ্টিই হয় মিতালি,
তাই দেখে দিই হাত তালি।
বৃষ্টি-৩
রিমঝিম রিমঝিম বৃষ্টি,
আজ সারাদিন,
কচুপাতায় জল নাচে
তা ধিন তা ধিন ধিন।
জল পেয়ে হেসে উঠে
কদম আর কেয়া,
মাঝি ভাই গাছ তলে,
ভিজে তার খেয়া।
বৃষ্টি-৪
কদম ফুলের সবুজ পাতায়
বৃষ্টি দিল টোকা,
কাক করছে স্লান জলেতে
দেখতে ভীষণ বোকা।
বনের মাঝে পড়ল সারা,
বাঁশ বাগানে শোর,
বৃষ্টির খেলা দেখছি বসে
খুলে ঘরের দোর।