পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হাফেযে কুরআনদের মূল্যায়ন করা ঈমানি দায়িত্ব ———হাফেয মাওলানা মাহমুদুর রহমান ইমরান

50

তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারিম বোর্ডের মহা-পরিচালক হাফেয মাওলানা মাহমুদুর রহমান ইমরান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ঐশীগ্রন্থ আল-কুরআন, আর এর ধারক-বাহক হাফেযে কুরআনরাই হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হাফেযে কুরআনদের মাধ্যমে যুগে যুগে মহান আল্লাহ দ্বীনে ইসলামের অভূতপূর্ব খেদমত করাচ্ছেন। হাফেযে কুরআনদের মেহনতে সমাজে ছড়িয়ে পড়ছে কুরআন-সুন্নাহর আলো। অতএব হাফেযে কুরআনদের যথাযথ মূল্যায়ন করা ঈমানী দায়িত্ব।
তিনি বিয়ানিবাজার উপজেলার পূর্ব মুরিয়া ইউনিয়নের সারোপার হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারিম বোর্ডের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার হল পরিদর্শনকালে একথাগুলো বলেন।
বৃহস্পতিবার মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বড়লেখা ও বিয়ানিবাজার উপজেলার প্রায় ৫০টি মাদরাসার হিফজুল কুরআন বিভাগের সাড়ে ৫শ’ ছাত্ররা এবছর বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন।
মহাপরিচালকের সাথে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মাহমুদুল হাসান মাখন, আবদুল আহাদ হারই, জেলা পরিষদের সদস্য নাজমুল ইসলাম, হাফেয হাবীবুল্লাহ আবু, সারোপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ফয়জুল হক, সহকারি সুপার কয়ছর আহমদ, মাদরাসার সভাপতি আবদুর রহিম দুদু, হিফজ কমিটির সদস্য কয়েস আহমদ, আলকাস আলী, ময়নুল হক, জাবেদ আহমদ, মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনী, তোরাব আলী, ওয়াহিদুল ইসলাম, জাকির হোসেন, হাফেয কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি