প্রভুর সৃষ্টি ধরা

15

মিনহাজ উদ্দীন শরীফ

নীল গগনে উড়ে বেড়ায়
শুভ্র মেঘের ভেলা;
চন্দ্র – তারা দিবা-রাত্রি
শুধু করে খেলা।

রাতের বেলা মিটমিট করে
কোটি তারা জ্বলে,
দিনের বেলায় কিরণ ছড়ায়
সূর্য হেসে বলে।

হঠাৎ করে ঝরে পড়ে
মুষল ধারা বৃষ্টি,
প্রাণীকুল বাঁচাতে প্রভূর
চমৎকার এক সৃষ্টি।

কি অপরূপ দেখতে লাগে
গাছের আছে প্রাণ,
এমন ধরায় জন্ম নিয়ে
গাই যে সুখের গান।