কোরবানির ঈদ

28

ফেরদৌসী খানম রীনা

কোরবানির ঈদ এলো ভাই
কোরবানির ঈদ,
ছোট্ট খোকা-খুকুর দু’চোখ
তাই নেই আর নিদ।

ঈদের আনন্দের মাঝে প্রিয় বস্তটি
যখন দিতে হয় কোরবানি
দু’চোখ বেয়ে ঝরে পরে
তখন বেদনার অশ্রুখানি।

বেদনার হলেও খোদার আদেশ
করতেই হবে পালন,
কত যতেœ মমতায় গড়া আদরে
করেছিল যা লালন।

ত্যাগের মহিমা ভরা ঈদ
পালন করি সবে,
হাসিমুখে ঈদ উৎযাপন
করি সকলে তবে।

মনকে করি প্রসারিত
গরীব দুখীকে নিয়ে,
ঈদের দিনটি করি পালন
আনন্দ আর হাসি দিয়ে।

বিধির বিধান প্রিয় বস্তুটি
দিতে হবে বিসর্জন,
তবেই পাবে খোদার রহমত
হবে তার দিদার অর্জন।

মনের যত হিংসা ও কুপ্রবৃত্তি
করতে হবে ত্যাগ,
মনকে পাপ থেকে মুক্ত রাখতে
সচেতন থাকি শতভাগ।..