সাগর আহমেদ :
সবার চেয়ে প্রিয় স্বদেশ
আমার জন্মভূমি।
রূপ গুণে যার নেই তুলনা
মায়া আকাশ চুমি।
বিশ্ব জুড়ে পাইনি খুঁজে
এমন একটা দেশ।
ফুলে ফুলে ভ্রমর দোলে
সুখের নেইতো শেষ।
এইদেশেতে কামার কুমার
মিলেমিশে থাকে।
কত শত নদী যেনো
বইছে বাঁকে বাঁকে।
ময়না টিয়ে কাকাতুয়া
গাইছে ডালে ডালে।
রঙিন পদ্ম,শাপলা ফুটে
নানা বিলের জলে।