বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
ভাবীকে অপহরণ ও নির্যাতন মামলায় বিশ্বনাথে স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলীসহ (৩৬) দু’জনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটর চীফ জুডিসিয়েল মেজিষ্ট্রেট আদালতে রিমান্ড শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামহবুবুর রহমান ভূইয়া সিলেট জেল গেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৮ জুলাই যুক্তরাজ্য প্রবাসী আপন চাচাতোভাই গৌছ আলী ওরফে আরফান উলাহর স্ত্রী হওয়ারুন নেছাকে অপহরণ ও নির্যাতন মামলায় দেবর রফিক আলী ও ভাসুর মখলিছ আলীকে (৬৫) গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন ২৯ জুলাই সোমবার আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেলহাজতে পাঠানো হয়। জেলহাজতে পাঠানোর পর মামলা তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মো: আফতাবুজ্জামান রিগ্যান গত ৪ আগষ্ট রবিবার বিজ্ঞ আদালতে গ্রেফতার হওয়া আসামি দেবর রফিক আলী ও ভাসুর মখলিছ আলীর ৭দিনের রিমান্ড প্রার্থনা করেন। আর তার ওই আবেদনের প্রেক্ষিতে ৭দিনের বদলে সিলেট জেল গেটে দু’দিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেওয়া হয়। গ্রেফতার হওয়া দেবর রফিক আলী উপজেলার শাহজির গাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে। আর ভাসুর হচ্ছেন একই গ্রামের মৃত হাছন আলীর ছেলে। অন্যদিকে মামলার বাদী প্রবাসী গৌছ আলী ওরফে আরফান উলাহর স্ত্রী হওয়ারুন নেছা শাহজিরগাঁওর পার্শ্ববর্তি রজকপুর গ্রামের বাসিন্দা। তিনি (হওয়ারুন নেছা) গত ২৭ জুলাই রফিক আলীকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং ২৩)।
এ ব্যাপারে চানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান এ প্রতিবেদককে বলেন, সাতদিনের রিমান্ড চাওয়ার পর বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেই সাথে আগামি দুই দিনের মধ্যে জেলগেটে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন বলেও জানান তিনি।