ষ্টাফ রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতালে আরো ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে আরো ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৮ জন শিশু।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেংগু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। ফলে গত সোমবার হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন থাকলেও গতকাল মঙ্গলবার আছেন ৪৫ জন। গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৪৫ জন ডেংগুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, গতকাল মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে পুলিশের বিভিন্ন স্থাপনায় এডিস মশা ও ডেঙ্গু নির্মোলের উদ্দেশ্যে ফগার মেশিন দিয়ে ফগিং করা হয়। এরই ধারাবহিকতায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয় ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয়ে ফগিং মেশিন দিয়ে মশা নিরোধক স্প্রে করা হয়। পর্যায়ক্রমে এসএমপি’র সকল স্থাপনা ও ইউনিটে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এসএমপি’র উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গু সর্ম্পকে সচেতনতা মুলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এমএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: জেদান আল মুসা।