আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক – ঈদুল আযহায় নিরাপত্তা জোরদারের তাগিদ

8

ষ্টাফ রিপোর্টার :
ঈদুল আযহায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহŸান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম। ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটসহ, ঈদগাহ ও সিলেটের পর্যটন কেন্দ্রে নিরাপত্তা জোরদারের তাগিদ দেন তিনি। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ আহবান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক এমদাদুল ইসলাম বলেন, ঈদুল আযহায় সিলেটের সব পশুর হাট ও ঈদের জামাতের নিরাপত্তা জোরদার করতে হবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে সিলেটের পর্যটন এলাকাগুলোতে বিপুল পরিমাণ পর্যটকের আগমন হয়। তাই পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। তিনি বলেন, আগষ্ট মাস শোকের মাস। এ মাসে একটি কুচক্রী মহল দেশে নানা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এসব বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. ফরিদ উদ্দিন বলেন, কেরাবানির পশুবাহী ট্রাক আটকিয়ে পুলিশি হয়রানি, ট্রাক আটকিয়ে অবৈধ পশুর হাটে গরু নামানোর অভিযোগ অনেকেই করেছেন। এবার এ ধরনের কোনো হয়রানি হবে না। কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি গরু ব্যবসায়ীদের আহŸান জানিয়ে বলেন, যেসব বাজারে গরু নিয়ে যেতে চান পশুবাহী ট্রাকগুলোতে সেসব বাজারের নাম লিখে রাখার জন্য অনুরোধ করেন তিনি।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।