অভিজ্ঞতা

42

কবির মাহমুদ

পত্রিকার পাতা খুলে নিয়োগের বিজ্ঞপ্তি দেখি
স্নাতোকোত্তরের সাথে অভিজ্ঞতা চাই!
অভিজ্ঞতার কাছে যেন আজ স্নাতকোত্তরের
কনো মূল্য নেই!
যদি, অভিজ্ঞতা আর সাদা কাগজের
ধূসর গন্ধই হয় চাকরির বাহক
তাহলে কি হবে!
এই ষোলোটি বছর বাবার ঘামঝরা খাটুনি
আর নিজের প্রচেষ্টায়
রিজাল্টের গোল্ডেনপ্লাস দিয়ে!

দিন শেষে সিভির ফাইল কাঁধে
ভরাক্রান্ত হৃদয়ে হাজার কষ্টের একটি
দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে!
চাকরি পেতে লাগে
মামা, চাচা খালু লাগে অভিজ্ঞতা!
বল হে সমাজ,
আমি অভিজ্ঞতা কোথায় পাব?

সবাই অভিজ্ঞতা চায়!.
তাই, আমি একটি
অভিজ্ঞতা অর্জনের প্রতিষ্ঠান চাই!!
আমাকে একটি অভিজ্ঞতা অর্জনের প্রতিষ্ঠান দাও
আমি তোমাদেরকে অভিজ্ঞতার ফুলঝুড়ি দেব….!