বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
ঈদুল আযহাকে সামনে রেখে বিশ্বনাথে দেদারছে নিষিদ্ধ পণ্য বাজারজাত ও বিক্রি করা হচ্ছে। অভিযোগ আছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্কয়ারের হলুদের গুঁড়া, অমৃতের হলুদের গুঁড়া, এসিআই’র লবণ, কনফিডেন্স’র লবণ এবং তীর কোম্পানীর সরিষার তেল, উপজেলা সদরের নতুন ও পুরনো বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে মজুদও করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হচ্ছে এবং বিক্রিও করা হচ্ছে। এছাড়া অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা সংক্রান্ত বৈধ কাগজপত্র নেই। যে কারণে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেল বিশ্বনাথ নতুন ও পুরনো বাজারের ওই সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে, ফারুক এন্ড ব্রাদার্সকে ২ হাজার, ফৌজিয়া ড্রাগ সেন্টারকে ৫০০, আলী কটন হাউসকে এক হাজার, হেলাল ট্রেডার্সকে ২ হাজারা, মা মনি পেইন্ট এন্ড হার্ডওয়ারকে ২ হাজার, রুমেল বস্ত্রালয়কে দেড় হাজার এবং বদরুল ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জোহরা। এ সময় তিনি হাইকোর্টের নিষিদ্ধ ষোষিত পণ্য বাজার থেকে সরিয়ে নিতে ব্যবসায়ীদেরকে নির্দেশ দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্য ও ওষুধ বিক্রির জন্যে ওই সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।