কোম্পানীগঞ্জ অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি বোমা মেশিন জব্দ করা হয় এবং ২২টি শ্যালো মেশিন ভাংচুর ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর বহনের কাজে ব্যবহৃত ১৬টি ট্রাক্টর গাড়ির চাকা নষ্ট করে বিকল করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও বিজিবি সদস্যদের অংশগ্রহণে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম সহ থানা
পুলিশ জানায়, প্রাকৃতিক সম্পদের অপার লীলাভূমি কোম্পানীগঞ্জে একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে আসছিল। বিষয়টির উপর প্রথম থেকে দৃষ্টিপাত করে সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন একাধিকবার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২টি শ্যালো মেশিন ভাংচুর ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ২টি বোমা মেশিন জব্দ করা হয় ও অবৈধভাবে পাথর বহনের কাজে ব্যবহৃত ১৬টি ট্রাক্টর গাড়ির চাকা নষ্ট করে বিকল করে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পরিবেশ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতে আরো বেগবান করা হবে পাশাপাশি এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. আমিনুল ইসলাম। (খবর সংবাদদাতার)