জাতীয় সংসদে কওমীর শীর্ষ আলেমদের জন্য সংরক্ষিত আসন চাই – মাওলানা জাহিদ উদ্দীন

28

শাহজালাল ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে গতকাল ২২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদে কওমির শীর্ষ আলেমদের জন্য কমপক্ষে সংরক্ষিত ১০টি আসন এর দাবিতে এক গোল টেবিল বৈঠক ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মহাসচিব মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, সম্মানিত নারীদের জন্য যদি সংসদে সংরক্ষিত ৩০ টি আসন রাখা যায়, তাহলে এদেশে রাষ্ট্রীয় ও ধর্মীয় সম্মানিত আলেমদের জন্য কমপক্ষে সংরক্ষিত ১০ টি আসন রাখা সময়ের দাবী। এর যুক্তিক কারণ যারা এদেশের কুরআন হাদীস তথা শিক্ষার আলো এদেশের ঘরে ঘরে পৌছে দেয়ার সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করেন এবং যারা গভীর রাত্রে চোখের পানি ফেলে দোয়ার মাধ্যমে রাব্বুল আলামীনের দরবারে মানুষের দুনিয়া, আখেরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে, দেশকে এগিয়ে নিয়ে যান, তাদেরকে মহান জাতীয় সংসদে নিয়ে মূল্যায়ন করার জন্য জোর দাবী জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সুলাইমান আহমদ, মাওলানা আনোয়ারুল হক, বশির আহমদ খান, হাফিজ খালেদ আহমদ, ওমর ফারুক, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা মনিরুল ইসলাম ফুয়াদ, হাফিজ মাহমুদুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি