নগরীর স্কলার্সহোম শাহী ঈদগাহ্ ক্যাম্পাসের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন ব্যতিত সবাই পাশ করেছে। এ বছর স্কলার্সহোম শাহী ঈদগাহ্ ক্যাম্পাস থেকে এইচএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগ ও ব্যবসা বিভাগ থেকে অংশগ্রহণকারী ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উত্তীর্ণ হন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৩ জনের সবাই ও ব্যবসা বিভাগের ৪৮ জনের মধ্যে ৪৭ জন উর্ত্তীণ হন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জন জিপিএ-৫ এবং ৬০ জন এ গ্রেড অর্জন করেছে। ব্যবসা বিভাগ থেকে-৪৭ জন অংশকারীর মধ্যে-৩ জন জিপিএ-৫ এবং ২২ জন এ গ্রেড লাভ করেছে।
স্কলার্সহোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, প্রতিবারের মতো ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাস। তাদের এ সাফল্য অর্জন করায় শাহী ঈদগাহ্ ক্যাম্পাস আরো এক ধাপ এগিয়ে গেছে। শিক্ষক-শিক্ষিকা-এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। শাহী ঈদগাহ্ ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সাথে পাঠদানের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমি আশা করি। বিজ্ঞপ্তি