হযরত শাহজালাল মজরদ ইয়ামনী (রহ.) এর ৭০০তম পবিত্র ওরস মোবারক আগামী ২৩ ও ২৪ জুলাই মঙ্গল ও বুধবার শাহজালাল দরগাহে অনুষ্ঠিত হবে।
চিরাচরিত প্রথানুযায়ী আগামী ১৯, ২০ জিলক্বদ ১৪৪০ হিজরী, ৮ ও ৯ শ্রাবণ ১৪২৬ বাংলা মোতাবেক মহান ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (র.) ওরস মোবারক উদযাপিত হবে। এ উপলক্ষে ৮ শ্রাবণ ২৩ জুলাই দিবগত রাত ৩টা ১৫ মিনিটে পবিত্র ওরস মোবারকের শেষ মোনাজাত শুরু হবে।
দরগাহে হযরত শাহজালাল (রহ.)’র বিশিষ্ট খাদিম সামুন মাহমুদ খান বলেন, পবিত্র ওরস মোবারক শুরুর আগেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশের ভক্ত-আশেকানদের সেবায় দরগাহ কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত করে রেখেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ওরসে সকল ভক্ত আশেকানবৃন্দ যাতে নির্বিঘেœ অংশ গ্রহণ করতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। ওরসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সব আয়োজন সম্পন্ন করেছে। এতে কোথাও কোন ধরনের নিরাপত্তা ঘাটতি বা গাফিলতি থাকবে না বলে তিনি জানান। বিজ্ঞপ্তি