কাজিরবাজার ডেস্ক :
‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে আজ থেকে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’। সাত দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। যা শেষ হবে আগামী মঙ্গলবার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃখক বাণী দিয়েছেন। বাণীতে তারা মৎস্যচাষী, মৎস্যজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, মৎস্য সম্প্রসারণ কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান জনকণ্ঠকে বলেন, আমরা মাছে এখন স্বয়ংসম্পূর্ণ। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আমরা নানা কর্মসূচী নিয়েছি। ইলিশের প্রজনন বৃদ্ধিতেও নেয়া হয়েছে নানা পরিকল্পনা আর এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের ফলে। আমরা আগামী দিনে জেলেদের মাছ ধরা থেকে বিরতকালীন চাল সহায়তার পাশাপাশি অন্যান্য সহায়তা বা ট্রেনিং দিয়ে উপকার করার চিন্তাভাবনা করছি।
আমাদের অগ্রযাত্রার এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।