অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ এর সিলেট শাখা উদ্যোগে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুত বিচার আইনে বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চোহাট্টা, আম্বরখানা হয়ে জিন্দাবাজার এসে শেষ হয়।
সংগঠনটির বাংলাদেশ প্রধান ঝর্ণা চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ মাঈনুল ইসলামের পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির গভর্ণিং বডির সদস্য আবু ত্যইয়ব রায়হান, মাঈনুল হোসেন, সিলেট এমসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী প্রণতি প্রিম চৌধুরী, কবি জালাল নুর, রীনা সুলতানা, জোনাকি তালুকদার, জেবিন চৌধুরী, আব্দুস সাত্তার, তামান্না চৌধুরী, মোজাম্মেল খান, সুমনা চৌধুরী, সুমি বেগম, মারুফ ইসলাম, মনজুরুল করিম হিরা, ফজল আহমেদ, শারমিন তান্নি, রাবেনা মনি,আল-মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি