জগন্নাথপুরে বন্যার পানি বেড়েই চলেছে, জনমনে আতঙ্ক

16

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে বন্যার পানি বেড়েই চলেছে। আগাম বন্যার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
গত ২ দিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা ও নলজুর নদী সহ বিভিন্ন নদ-নদী ও হাওরে পানি বেড়েই চলেছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের কিছু বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে বলে স্থানীয়রা জানান। যদিও বিপদসীমা অতিক্রম করেনি। তবুও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছেন প্রশাসন সহ জন সাধারণ।
এ ব্যাপারে ২৮ জুন শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। সতর্ক করা হচ্ছে জন সাধারণকে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জরুরী সভা করা হয়েছে। তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী হিসেবে খাদ্য দ্রব্য মজুদ রয়েছে। সেই সাথে আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি চলছে।