বাসে অতিরিক্ত যাত্রীবহন, যাত্রীবাহী গাড়িতে মালামাল পরিবহন, বিআরটিএর দুর্নীতি বন্ধসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক, মহাসড়কে অবস্থান কর্মসূচী সফল করার লক্ষ্যে মতবিনিময় করেছে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার সকালে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা শাখার উদ্যোগে শহরতলীর টুকেরবাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ।
শ্রমিক নেতা সিরাজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সদস্য মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শ্রমিক নেতা আব্দুল হামিদ, ইউসুফ আলী, মোশাহিদ আলী, মুরাদ মিয়া, বাবুল মিয়া, এমাদ মিয়া, রহিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বৃহস্পতিবারের সড়ক-মহাসড়কে অটোরিক্সা চালক ও মালিকদের অবস্থান কর্মসূচী সফল করার আহবান জানানো হয়।
এদিকে আজ বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এজাজুল হকের সাথে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি