কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে অনলাইনে বার্তা আদান-প্রদানে ব্যবহৃত ফেসবুকের অ্যাপস ম্যাসেঞ্জার ডাউন হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১ টার পর থেকেই ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ার অভিযোগ করতে থাকেন।
বাংলাদেশে বিকেল ৫ টা থেকে ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যা শুরু হয়েছে। ম্যাসেঞ্জারে কাউকে বার্তা পাঠাতে গেলে ‘ংড়সবঃযরহম বিহঃ ৎিড়হম, ঢ়ষবধংব ঃৎু ধমধরহ ’ বার্তা ভেসে উঠছে।
অন্যদিকে ডেস্কটপ থেকে ফেসবুকের বার্তা আদান-প্রদান অপশনে ক্লিক করার পর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। চ্যাট অপশনই আসছে না সেখানে।
বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয় ‘ডাউন ডিটেক্টর’। তারা বলছে, ম্যাসেঞ্জার সাময়িক বন্ধ আছে। প্রায় এক হাজার ব্যবহারকারী তাদের কাছে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে ‘ডাউন ডিটেক্টর’।
ম্যাসেঞ্জার ডাউন হয়ে যাওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারেও অনেকে পোস্ট করেছেন। তবে ফেসবুকের অফিসিয়াল সাইটে বলা হচ্ছে সব ঠিক আছে।