সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় ॥ অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা

22
সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

স্টাফ রিপোর্টার :
সিলেটের নতুন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে জাতির নিরাপত্তায় কাজ করছে পুলিশ। যে কারণে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আমরা চাই সিলেটের মানুষ শান্তিতে থাকুক। তবে পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। সব ধরণের অপরাধ নির্মূলে সাংবাদিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নতুন এই পুলিশ সুপারের কাছে আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ দমনে সহযোগিতার জন্য অনুরোধ করেন। মতবিণিময় সভায় এ সময় এএসপি মাহবুব, লুৎফরসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।