আপন স্বজনহারা

18

আহমেদ কবির

একেক করে বিদায় নিল
পেয়ে প্রভুর সাড়া!
এই জগতে নিঃস্ব আজই
আপন স্বজন হারা!

চোখের সামনে নানি, মামি
বিদায় মায়ে-বাপে,
মনে হলে আঁখি ভিজে
ব্যথায় বুকটা কাঁপে!

চারপাশে যে ছিল কত
বন্ধু, প্রাণের স্বজন,
এই ধরনী ছেড়ে দেখি
বিদায় নিল ক’জন।

তরতাজা ফুল ফুটল রাতে
আবার তা সকালে,
সুবাস না ছড়ানোর আগেই
ঝরল হায় অকালে!

খেলার সাথী, চলার সাথী
হারায় চেনা মুখ,
তাদের মত কখন যে হায়
মুদি আমার চোখ।