সেলিম সিকদার
বাবা মানে; সন্তানের জন্য গলার হার
তাদের সুখে করে স্বপ্ন চাষাবাদ,
নিজের সবটুকু সুখ বিসর্জন তার
সন্তানের সুখে করে কাজ দিনরাত।
কত কষ্ট করে মুখে দিলে আহার
সে দিনের কথা ভুলবো কি আর !
যেদিন ভালো-মন্দ বুঝতে শিখেছি
ওই দিন চক্ষু মেলে সব দেখেছি।
কত স্বপ্ন, কত ক্লান্ত-পরিশ্রান্ত
স্বপ্ন চাষাবাদে নিথর দেহ ।
তবুও কোনদিন হয়নি ক্ষ্যান্ত
তার মত হবে কি কেহ !
কতদিন কাঠফাটা রোদ্দুরে উত্তপ্ত
হয়ে করেন ফসল চাষাবাদ।
কি করে ভুলে থাকি সে দু’টি হাত!
নিজে না খেয়ে মুখে দিলে ভাত।
করেছিল পরিবারের সুখের অবাদ,
পরিশ্রমে যায় না কোন জাত পাত।
শত কষ্টের পরেও দেয়নি বুঝতে
সংসারের কারো একটুও অভাব।