সামিমা বেগম
বাঁধন হারা মেঘ-বালিকা
বৃষ্টি দিল চৈত্র মাসে,
আমের বোটা শক্ত হল
আমবিলাসী মুচকি হাসে।
মেঘ-বালিকা বীণ বাজালো
গাছ-গাছালি উপড়ে নিয়ে,
ঘরের-চালা পথের ধূলা
চলল তাতে উড়াল দিয়ে।
মেঘ-বালিকা গাল ফুলিয়ে
কান্না করে ঝরঝরিয়ে,
বৃষ্টি পেয়ে ধানের চারা
বাড়তে থাকে তরতরিয়ে।
নতুন পানি পেয়েই ব্যাঙ
কোরাস ধরে গাইছে গান,
দাওয়ায় বসে বৃদ্ধ দাদু
দিচ্ছে শুধু হুকায় টান।
ঘরের মাঝে বন্দী দেহ
পানের বাটা পাশেই থাকে,
রাগছে দাদু উঠছে ধেয়ে
বৃষ্টি পানে দৃষ্টি রাখে।
ভাবছে দাদু মিষ্টি আমে
চুসকি দেবে মধুর রসে ,
আহা কী যে! ফোঁকলা দাঁতে
রসালো আম খাবেই বসে ।