বড়লেখায় বন পরিবেশ মন্ত্রী ॥ এমসি কলেজে ধর্ষণের ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার

20
বড়লেখায় সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ১৮শ ৭৯ জন চা শ্রমিকের মধ্যে ৯৩ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ করছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন।

বড়লেখা থেকে সংবাদদাতা :
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন তার নিজ নির্বাচনী এলাকা বড়লেখায় সমাজ সেবা অধিদপ্তরের অর্থয়নে ১৮ শ ৭৯ জন চা শ্রমিকের মধ্যে ৯৩ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় নির্মিত ২২৩টি ঘর সহ ৪টি প্রকল্পের মোট ২৬২ নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ৮ অক্টোবর বড়লেখা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন বলেন সিলেট এমসি কলেজের ধর্ষণের ঘটনায় আইনের যে বিধান রয়েছে সরকার তার যথাযথ ব্যবস্থা করবে। এ ছাড়া মন্ত্রী বলেন যারা আজকে ঘর পায়নি আমাদের সরকার সবাইকে পর্যায়ক্রমে যাচাই বাছাই করে ঘর করে দিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত লায়লা নীরা। সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে হেলার উদ্দিন উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল লতিফ সহ অনেকে বক্তব্য রাখেন। পরে মন্ত্রী উপকার ভোগীদের হাতে নগদ অর্থ ও ঘরের চাবি হস্তান্তর করেন।
এদিকে মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানিয়েছেন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় ড্রেন, রাস্তা, পুকুরসহ বিভিন্ন ধরণের পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার করছে। মন্ত্রী বলেন, ড্রেন নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্বল্প সময়ে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন সহজ হবে। শহরের ভিতর অবস্থিত পুকুর সংস্কার করে জলবায়ু পরিবর্তন জনিত উষ্ণ তাপমাত্রার প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব হবে। এ সকল পুকুরের পানি পান ব্যতীত অন্যান্য দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের পুকুরসমূহ রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জলবায়ু ট্রাস্টফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক রাস্তা, পুকুর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-৩ (সদর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার সূত্রে জানা যায়, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে দুটি পুকুর উন্নয়নের অংশ হিসেবে ৫৮৫ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ, পৌরসভার ভিতরে ১০৭ টি লাইট স্থাপন, পৌর এলাকার ২ হাজার ৩১০ মিটার রাস্তা সংস্কার, ৩২৮ মিটার রাস্তার পাশের আরসিসি ড্রেন, ড্রেনের ওপর স্থাপনের জন্য ২৬০ মিটার স্লাব নির্মাণ করা হচ্ছে।