জগন্নাথপুরে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন ইউএনও

11

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি উচ্চ মূল্যে ধান কিনলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ১৪ জুন শুক্রবার জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে মান সম্পন্ন ধান কেনা হয়। যাদের কাছ থেকে ধান কেনা হয়েছে, তাদেরকে টোকেন রশিদ দেয়া হয়। তারা ধানগুলো খাদ্য গোদামে গিয়ে সরাসরি বিক্রি করতে পারবেন। এর মধ্যে মান সম্পন্ন ধান না হওয়ায় অনেক কৃষকের ধান কেনা হয়নি। তবে তাদেরকে পরামর্শ দেয়া হয়েছে, তারা যেন ধান ভালভাবে শুকিয়ে ও চিটা ছাড়িয়ে পরবর্তীতে বিক্রি করতে পারবেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল, জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আবদুল মতিন, জগন্নাথপুর উপজেলা উপ-সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাব উদ্দিন, পৌর উপ-সহকারি কর্মকর্তা রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা খাদ্য গোদামের এমএলএসএস নিরেন্দ্র বিশ^াস, কৃষক জয়নাল আবেদীন, আলী আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।