মহানগর আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা ॥ দলের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত

63
সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় নগরীর তালতালস্থ একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভার শুরুতে বর্তমান সরকারের নতুন বাজেট জনবান্ধব বাজেট দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। তাছাড়া আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় ব্যাপকভাবে পালন করার জন্য বিস্তারিত আলোচনা হয়। তন্মধ্যে প্রতিষ্ঠার বার্ষিকীর র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ওয়ার্ডে প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংগঠনিক আলোচনায় যেসব ওয়ার্ডের কোন কমিটি ইতিমধ্যে হয়নি বা আহ্বায়ক কমিটির রয়েছে ঐ সমস্ত ওয়ার্ডগুলোকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রিজের প্রশাসক মনোননীত করায় সভা থেকে অভিনন্দন জানানো হয়। অপর এক সিদ্ধান্তে সিলেট মহানগর আওয়ামীলীগের মকসুদ বক্ত এবং বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রত্যেক জেলা ও মহানগরে ২জন করে প্রবীণ আওয়ামীলীগ নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। মহানগর আওযামীলীগের সর্বসম্মত সিদ্ধান্তে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ বক্স ও অন্যতম সদস্য আকবর আলীর নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এডভোকেট মফুর আলী, মোশাররফ হোসেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, তুহিন কুমার দাস মিকন, রাজ উদ্দিন, কয়েস গাজী, ফয়জুল আনোয়ার আলাওর, শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, তপন মিত্র, জগদ্বীশ চন্দ্র দাস, এডভোকেট শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, এডভোকেট সৈয়দ শামীম, প্রিন্স সদরুজ্জামান, দিবাকর ধর রায়, ডা. মিফতাহুল ইসলাম সুইট, আব্দুর রহমান জামিল, আজহার উদ্দিন জাহাঙ্গীর, ফাহিম আনোয়ার চৌধুরী, মখলিছুর রহমান কামরান, বিধান কুমার সাহা, জাফর আহমদ চৌধুরী, শাহানারা বেগম, প্রদীপ পুরকায়স্থ, সালেহ আহমদ সেলিম, নজমুল ইসলাম এহিয়া, এডভোকেট জুনেল আহমদ, ফারুক আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আজম খান, আব্দুস সোবহান, আলম খান মুক্তি, নাজমুল আলম রোমেন, এডভোকেট আব্দুর রকিব বাবলু, নোমান আহমদ, বেলাল খান, আব্দুল বাছিত রুম্মান, আবুল হাসনাত বুলবুল, আব্দুল মুহিত খান মিঠু, মো. আব্দুল মতিন, দেলোয়ার হোসেন রাজা, মুরাদ আহমদ মুরন, নজরুল ইসলাম নজু, বদরুল ইসলাম খান কামরান, আব্দুল হাই আল হাদী, শাহ আলম শায়ন, আজাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি