কাব্য খোকা

28

মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির

মা হারা এক খোকা আমায়
বাবা বলে ডাকে,
ফেইসবুকেতে হয় পরিচয়
হবিগঞ্জে থাকে।

বয়স হবে ষোল বছর
দশম শ্রেণীর ছাত্র,
ফেইসবুকেতে হলেন খোকা
সবার প্রিয় পাত্র।

লেখাপড়া কাজে কর্মে
ভীষণ পাকা ছেলে,
পড়ার সময় পড়ে খোকা
খেলার সময় খেলে।

সব চেয়ে তার গুণ হলো যে
লিখতে পারে ছড়া,
ছন্দ কাব্য দিয়ে যেনো
খোকার জীবন গড়া।

দারুণ দারুণ ছড়া লিখে
প্রবীণ কবির মত,
আমার পিছু ছাড়ছে না সে
কষ্ট দিছি শত।

খোকা একদিন হবি রে তুই
অনেক বড় কবি,
বিশ্বজুড়ে নাম হবে তোর
জ্বালবি কাব্য রবি।