আসুন সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট দেই – শিক্ষামন্ত্রী

23
বিয়ানীবাজারের আরেঙ্গাবাদ এলাকায় নৌকার সমর্থনে পথসভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা আয়ত্ব করে নতুন প্রজন্মকে উন্নত যুগের সু-নাগরিক হিসেবে গড়ে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে অত্যন্ত কঠিন এ কাজটি আমরা করে যাচ্ছি। বিয়ানীবাজার উপজেলার ৩৪জন শিক্ষককে ইতিমধ্যে বিদেশে পাঠিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। স্কুলে ঝরেপড়া রোধ করতে নানা পদক্ষেপের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেওয়া হচ্ছে। নতুন বছরে ৩৬ কোটি বই বিতরণ করা হবে।
রবিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশী, আরেঙ্গাবাদ, নালবহর ও তিলপাড়া ইউনিয়নের পীরেরচক বাজারে নৌকার পক্ষে আ’লীগ আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, আ’লীগ নেতা সাহাব উদ্দিন মাওলা, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া যুবলীগ নেতা আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন, শাব্বির আহমদ বকশী, যুবলীগ নেতা আল আমিন, ছাত্রলীগ নতো জাবেদ বকশী, কামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি