সেই করচ বৃক্ষটারে

62

নেছার আহমদ নেছার

আমার ছোট বেলার গাছুনি খেলার
করচ বৃক্ষটারে খুববেশী  মনে পড়ে;
বিরাট বিস্তৃত করচার হাওরের পারে
সারাটি বিকাল গাছ বেয়ে খেলা করার সাথী,

প্রকান্ড বৃক্ষটার প্রায় চতুর্দিকের ডানা মেলে ছিল।
দুরন্ত বালক বালিকারা একদিকে উঠে নিমিষেই
চতুর্দিকেই সরু ডালে ঝুলে নেমে আসতো মাটিতে।
কি যে হৈ-চৈ। নিরানন্দেরও আনন্দ হতো;

বহুদিন পর হঠাৎ এক রাতে প্রচন্ড ঝড় বয়ে গেল
দুমড়ে মুছড়ে ফেলে দিন করচ বৃক্ষটারে,
সকালে উঠে সীমাহীন ক্ষয়ক্ষতির বিষাদের
মাঝেও আমার কান্না  আসেনি,

বৃক্ষটির পাশে গিয়ে ঝড়ের কর্তাকে অনেক
অভিশাপ দিলাম, মাটি থুবড়ে পড়া
প্রকান্ড করচ বৃক্ষটার বড় একটি ডালের আড়ালে
দাঁড়িয়ে কেঁদে ছিলাম অনেকটা সময়।

এখনও কয়েক দশক পরেও সেই স্থানে আসলেই
বুকের মাঝে ঝড় বয়ে যায়-আমার শৈশর
কৈশোরের স্মৃতিময় অজস্র অনুভব আমায়
তাড়িয়ে বেড়ায়।

আজও মনে পড়ে কেবলি মনে পড়ে
সাথীদের কত স্মৃতি, দুষ্টুমী, পিতামহের ভয়,
চাকরদের ঘুষ দেয়া- সে দিনের সেই ক্ষণ
আর আসবে না ফিরে, তবুও খুব বেশী মনে পড়ে
আমার গাছুনি খেলার শৈশব ও কৈশোরে
স্মৃতিময় প্রকান্ড সেই করচ বৃক্ষটারে।