কমলগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক

28

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করছে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গত শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৭টায় শমসেরনগর মাছ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আটক ইয়াবা ব্যবসায়ী শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শরিফুর রহমান টিটু ও কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর গ্রামের আছকির আলীর ছেলে ফয়জুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরিফুর রহমানের বরফ কারখানায় অভিযান চালায়। অভিযানকালে শরিফুর রহমান টিটু ও ফয়জুর রহমানকে আটক করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।