বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, খেলাধূলা করলে স্বাস্থ্য ও মন ভালো থাকে, ফলে পড়াশুনায় মনোযোগী হওয়া যায়। বিভিন্ন খেলাধূলা নিয়ে যুবকরা যদি ব্যস্ত থাকে, তাহলে তারা মাদকে আসক্ত হবে না। কারণ খেলাধূলা করলে শরীর ও মন সব সময় ভালো থাকে। শিক্ষার্থীদের জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। তিনি আরো বলেন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের এ আয়োজন অনেক চমৎকার। এতো ক্রীড়া প্রেমীরাদের সমাগম আসলেই প্রশংসনীয়। জায়গা পেলে দক্ষিণ সুরমায় করা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। লাক্কাতুরা চা বাগানে অবস্থিত ছিলো বিভাগীয় স্টেডিয়াম বর্তমানে সেটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হওয়ার কারণে এখন আরো একটি বিভাগীয় স্টেডিয়াম সিলেটে করা হবে। একটি স্টেডিয়াম করতে ১০ থেকে ১২ একর জমির প্রয়োজন রয়েছে আর সেটা যদি দক্ষিণ সুরমায় পাওয়া যায় তা হলে দক্ষিণ সুরমায় হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। তিনি রবিবার রাতে ২৭ নং ওয়ার্ড গোটাটিকরে গোটাটিকর ব্রাদার্স ক্লাব কতৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ক্লাবের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুমন আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খাঁন, লাতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল, আতিয়া ট্রাভেলস এর কর্ণদার কাওছার আহমদ রিপন, যুক্তরাজ্য প্রবাসী ও সামজ সেবক শাহ মোঃ আনোয়ার হোসেন, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সাইস্তা মিয়া ও ক্লাবের উপদেষ্টা হাজী মোঃ তুরন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল বাছিত, সাবেক সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সাধারন সম্পাদক মাছুমুল হক রুহেল, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিপু, ক্রীড়া সম্পাদক আব্দলি হান্না রনি, সহ-ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান রনি, প্রচার সম্পাদক আকবর হোসেন, সহ-প্রচার সম্পাদক শফি আহমদ, দপ্তর সম্পাদক নোমান আহমদ, নির্বাহী সদস্য সমর উদ্দিন, লায়েক আহমদ, রাহিমুর রহমান রুমেল ও মিরাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি