সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দীয় কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্ছু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদেরকে প্রতিরোধ প্রতিবাদের পাশাপাশি শান্তির জন্য কাজ করতে হবে। বর্তমানে সমাজে আন্দোলনের নামে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে যারা তারা কেউ বাংলাদেশকে মেনে নিতে পারেনি ।তারা বাংলাদেশকে পাকিস্তানের মত জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। একাত্তরের পরাজিত শক্ররা সেই সুযোগ আর পাবে না, প্রয়োজনে একাত্তরের মত আবার রক্ত দিতে আমরা প্রস্তুত আছি।
তিনি গতকাল সোমবার সকালে সিলেট নজরুল একাডেমীতে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের মাসব্যাপী একুশের কর্মসূচীর দ্বিতীয় দিনে, সিলেটের সংস্কৃতি কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত হাসান আরিফ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হিমাংশু বিশ্বাস, মোকাদ্দেস বাবুল, রানা কুমার সিনহা, জামাল উদ্দিন হাসান বান্না, আল আজাদ, বিপ্রদাস ভট্টাচার্য্য, সুকোমল সেন, জামাল আহমদ, শামসুল বাসিত শেরো, মালতি পাল, নীলাঞ্জন দাস টুকু, সিরাজ উদ্দিন শিরুল, রজত কান্তি গুপ্ত, মোহাম্মদ বাদশা গাজী, কাকলি দত্ত মুন্নি, নীলঞ্জনা দাস জুঁই, আবিদ ফায়ছল, মোহাম্মদ আঙ্গুর মিয়া, চন্দ্র শেখের দেব, খোকন ফকির, প্রলয় চক্রবর্তী, অমিত ত্রিবেদী, ফাতেমা সুলতানা অন্যা, রোকন আহমদ, হিল্লোল শর্মা, আমিরুল ইসলাম সুমন, ফয়ছল মোহাম্মদ মহসিন, হাবিবা ফেরদৌস বিন্দু, ফাতেমা রশিদ সাবা, কামাল হোসেন, পারভেজ আহমদ, ছুন্না ও মিম প্রমুখ। বিজ্ঞপ্তি