শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

21

ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন রয়েছেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান (ঘোড়া), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল (চশমা), আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন (টিউবওয়েল), খন্দকার শফিক মিয়া সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান (মাইক) ও মোঃ আব্দুল মতিন মাষ্টার (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী (কলস), মমতাজ বেগম ডলি (প্রজাপতি), রুবিনা আক্তার(ফুটবল), পারভিন আক্তার (হাঁস) ও মুক্তা আক্তার (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। এদিকে প্রার্থীরা প্রতীক পেয়েই নেমে পড়েছেন মাঠে। মাইক যোগে প্রচার শুরু করছেন ভোটের জন্য। আগামী ১৮ জুন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।