সাঈদুর রহমান লিটন

15

কুয়াশাচ্ছন্ন নদী :

এই কুয়াশায় যায়না দেখা
বয়ে যাওয়া নদী
স্রোত কুয়াশায় তবু নদী
চলে নিরবধি।

হিম কুয়াশা তবু মানুষ
নদীতে যায় কাজে
শীতের জ্বালায় কাঁপতে কাঁপতে
থাকে নদীর মাঝে।

নদীর মতো বয়ে চলে
জীবন নদীর ধারা
ক্ষয়ে ক্ষয়ে জীবন নদী
হয়ে ওঠে সারা।