স্টাফ রিপোর্টার :
নগরীতে ছুটির দিনে যানজট ও থেমে থেমে বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা থাকায় এ ভোগান্তিতে পড়তে হয় তাদের। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কারণে জেলার ৬ উপজেলা থেকে পরীক্ষার্থীরা নগরীতে ছুটে আসেন। ফলে ছুটির দিন হওয়াতে গাড়ীর চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সাথে সকাল থেকে থেমে থেমে সারাদিন বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।
সাড়ে ১১টার পরীক্ষা শেষ হওয়ার পর নগরীর বন্দরবাজার, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, জিন্দাবাজার, টেকনিক্যাল রোড, টিবি গেটসহ নগরীর প্রায় সব ব্যস্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় দুপুর ১টার পর থেকে নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তবে, বৃষ্টিপাতের কারণে যানবাহন সংকটের সৃষ্টি হয়।