মোঃ ছিদ্দিকুর রহমান
ফালু মিয়ার ল্যাংরা ব্যাটা
করবে একখান বিয়ে,
পুরীর মত পাত্রী খোঁজে
ঘটক সাথে নিয়ে।
পুরীর মত পাত্রী চায় সে
চায় যে আরো যৌতুক,
ভাবখানা তার শাহাজাদা
করে শুধু কৌতুক।
গাঁও গ্রামে খোঁজে খোঁজে
মিলল পাত্রীর দেখা,
গায় গথরে বিশাল মোটা
চোখ দুটো তার বাকাঁ।
ফালু মিয়ার ব্যাটা বলে
সমস্যা নাই তাতে,
বৌয়ের বাবা যৌতুক যুদি
খাট দিয়ে দেয় সাথে।
শুশুর মহাশয় যৌতুক দিল
বড় একখান খাট,
সেই খাটে বিশাল জায়গা
যেন খেলার মাঠ।
ফালু মিয়ার ব্যাটার যে তবু
হয়না খাটে জায়গা,
বাপের দেওয়া খাটের মাঝে
বউয়ে ঘুমায় একা।
কেমনে হবে খাটে জায়গা?
যৌতুক বলে কথা,
যৌতুক চেয়ে বউয়ের মনে
দিল অনেক ব্যথা।
যৌতুক নেওয়ার দায়ে এখন
বউ যে ঘরে তালগাছ,
সদা এখন বউয়ের জ্বালায়
ফালুর ব্যাটা,ফেলে দ্বীর্ঘশ্বাস।