সিলেটের ৬টি আসনে লড়ছেন ৪০ প্রার্থী ॥ ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥ বাতিল ৫ ॥ আজ প্রতীক বরাদ্দ

36

সিন্টু রঞ্জন চন্দ :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর বাতিল হয়েছে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র। ফলে প্রত্যাহারের শেষ দিনে সিলেটের ৬টি আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ৪০ প্রার্থী। আজ সোমবার ১০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক ঘোষনা করার পর পরই প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
মূল লড়াইয়ে টিকে থাকা ৪০ প্রার্থী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ১২ জন প্রার্থীরা হচ্ছেন, সিলেট-২ আসনে ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজি আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপির ব্যারিস্টার এমএ সালাম, আব্দুল হক (এমএ হক), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে বিএনপির এডভোকেট সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান; সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশিদ, সিলেট-৬ আসনে বিএনপির,হোসেন খান হেলাল (হেলাল খান) ও জামায়াত নেতা মাওলানা হাবুবুর রহমান, ঐক্যফ্রন্ট নেতা নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।
এছাড়া নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে- সিলেট-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল কাইয়ুম ও জাপার তোফায়েল আহমদ, সিলেট-৫ আসনে বিএনপির শরীফ আহমদ লস্কর, জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমদ। দলের মনোনয়নপত্র না থাকায় এই ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আপীলে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হচ্ছেন- সিলেট-১ আসনে মুসলিম লীগের বুরহান উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপি’র আব্দুল কাইয়ুম, সিলেট-৫ আসনে ইসলামী ঐক্যজোটের এমএ মতিন, ইসলামী আন্দোলনের নূরুল আমিন, জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও সতন্ত্র ফয়জুল মনির। এর মধ্যে মনোনয়নপত্রে বিএনপি’র আব্দুল কাইয়ুমকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর সিলেটের ৬টি আসনে মোট ৬৬ জন প্রার্থী সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিভিন্ন কারনে ৫১ জনের মনোনয়নপত্রে ঠিকে। বাতিল হন ১৫ জন এবং আপীলে ৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ৬টি সংসদীয় আসনে গত ৫ বছরে ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৮১ জন। গত ৮ নভেম্বর কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে কমিশন। সে অনুযায়ী নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। এছাড়া ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠেয় নির্বাচনে কমিশনের নিয়ম মেনে প্রার্থীদের ভোটারের বিপরীতে মাথাপিছু ব্যয় করতে হবে বলে জানিয়েছে স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা।
তথ্য অনুযায়ী, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন। সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন।
সিলেটের ৬টি আসনে ৪০ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছে-
সিলেট-১ : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির খন্দকার আব্দুল মোক্তাদির, জাপার মাহবুবুর রহমান চৌধুরী, বাসদের উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল, স্বতন্ত্র্র আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক। এ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-২ : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইয়াহহিয়া চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসেন, গণফোরামের মোকাব্বির খান, ইসলামী আন্দোলনের মো: আমির উদ্দিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম. ইলিয়াস পত্মী তাহসীনা রুশদীর লুনা ও খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী। এ আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৩ : আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির শফি আহমদ চৌধুরী,
ইসলামী আন্দোলনের এমএ মতিন (বাদশা), জাতীয় পার্টির উছমান আলী, খেলাফত মজলিসের মো: দিলওয়ার হোসাইন ও খেলাফত মজলিসের হাফিজ মাওলানা আতিকুর রহমান। এ আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৪ : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান, স্বতন্ত্র মনোজ কুমার সেন ও ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান। এ আসনে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৫ : আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র ফয়জুল মুনীর চৌধুরী, ইসলামী আন্দোলনের মাওলানা মো: নুরুল আমিন, গণফোরামের মো: বাহার উদ্দিন আল রাজি, বাংলাদেশ মুসলিম লীগের মো. শহীদ আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৬ : আওয়ামী লীগ মনোনীত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলনের মো: আজমল হোসেন ও বিকল্প ধারার শমসের মমিন চৌধুরী। এ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।