সিলেটসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

42

স্টাফ রিপোর্টার :
সিলেটসহ সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠে সিলেটসহ দেশের বেশিরভাগ অঞ্চল।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ ছিল বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে ভারতের আসামে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
রিখটার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।