সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মানব সেবা একটি উত্তম কাজ। এ কাজ যারা করেন তারাই প্রকৃত সেবী। আমাদের প্রবাসী ভাইবোনরা প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সুখ-শান্তির লক্ষ্যে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে প্রতি বছর দক্ষিণ সুরমায় হত দরিদ্রদের মধ্যে খাদ্যা সামাগ্রী, ফ্রি চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। তাদের এই মহৎ উদ্যোগে সত্যি প্রশংসার দাবী রাখে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২০ মে সোমবার সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র রমাজন মাস উপলক্ষে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামাগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদুল ইসলাম কোহিনুর এর সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি সেলিম আহমদ, আমেরিকা ইউনিটি ফেডারেশনের সাবেক সভাপতি শামসুদ্দীন মানিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, সমিতি ইউকে’র উপদেষ্টা আমিনুল হক আহাদ, গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আছকর শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, ফয়সল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি