জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে ভ্রাম্যমান আদালতে পাঁচ অভিযুক্তকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় এসআই আনোয়ার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ সাচনা বাজারে গিয়ে পোল্ট্রি মোরগের বাচ্চাকে স্প্রে মেশিন দিয়ে লাল রং করে দেশী মোরগের বাচ্চা বলে গ্রাহকদের নিকট বিক্রয় করার সময় হাতে নাতে রং করার মেশিন সহ পাঁচ জন আসামীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা’র নিকট হাজির করেন। উপজেলা ম্যাজিস্ট্রেট টিটন খীসা ধৃত আসামীগণ দোষ স্বীকার করায় তাদেরকে বিশুদ্ধ খাদ্য আইনের ১৭(১) ধারা অনুয়ায়ী দু হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানাকৃত আসামীরা হলেন, আবু তাহেরের পুত্র মো. গোলাম জিলানী, রহিছ উদ্দিনের পুত্র মনির হোসেন, কাছেম আলীর পুত্র গোলাম মোস্তফা, ফারুক মিয়ার পুত্র হৃদয় মিয়া, রহমত আলীর পুত্র খায়রুল ইসলাম জেলা নরসিংদি, উপজেলা নরসিংদি সদর এর সওদাগরকান্দি গ্রামের বলে জানা যায়।