চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শ’ টাকা ঘোষণা করতে হবে – বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

18
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে তারাপুর চা বাগানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ২০ মে উপলক্ষে সোমবার সকাল ৮টায় তারাপুর চা বাগানে পুষ্পস্তবক অর্পণ ও পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহ-সভাপতি নিপা মোধির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর।
এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ফেডারেশনের সুরঞ্জিত মোধি, মন্টু মোধি, চৈতন দাশ, বিষ্ণু, নিলা দাশ, ছাত্র ফ্রন্টের পল্লব কর, মলয় চক্রবর্তী প্রমুখ।
বাসদ জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, বৃটিশ মালিকদের প্রতারনা-বঞ্চনা-শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠে এক ঐতিহাসিক আন্দোলন, যা ‘মুল্লুকে চলো’ আন্দোলন নামে পরিচিত। ১৯২১ সালের ২০ মে তারিখে ঘটে তার চূড়ান্ত পরিণতি। এই সময়ের মধ্যে বৃটিশ-পাকিস্তানীদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৪৮ বছর পার হয়ে গেলেও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি ঘটেনি। আজও বেঁচে থাকার মতো মানবিক মজুরি নিশ্চিত হয়নি। আবু জাফর অবিলম্বে, চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০টাকাসহ সাত দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি