জগন্নাথপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের বাজার তদারকি

13
জগন্নাথপুরে পুলিশের বাজার তদারকি।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ বাজার তদারকি করেছে। ১৯ মে রবিবার জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ জগন্নাথপুর সদর বাজার তদারকি করেন। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ছোলা মাছ, সুটকি, শাক-সবজি সহ নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের প্রতিটি গলি ও দোকানপাট পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয়, বিশেষ করে রমজানকে সামনে রেখে কোন কোন দ্রব্যের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তা নিয়ন্ত্রণে করণীয় কি। সেই সাথে রমজানের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কোন পণ্যের অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাজারের গলিগুলোতে দোকানপাট বসিয়ে রাস্তা সরু করার কারণে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। পুলিশ এসব দোকানীদের সরিয়ে দেয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, থানার এসআই কবির উদ্দিন, এসআই আফছার আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, ব্যবসায়ী আমিনুল ইসলাম, লিকসন আহমদ প্রমুখ।