গণভবনে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ॥ জঙ্গিবাদ ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চাই

81
গণভবনে ইফতার মাহফিলে মোনাজাত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজিরবাজার ডেস্ক :
সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে।’ রবিবার সরকারী বাসভবন গণভবনে এক ইফতার মাহফিলে সবার প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, এতিম ও প্রতিবন্ধী শিশু, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতরাসহ আত্মীয়-পরিজনদের সঙ্গে এদিন ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যগণও এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে আসেন বঙ্গবন্ধু কন্যা। এরপর তিনি উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। শেখ হাসিনা ইফতার মাহফিলে অংশ নেয়া এতিম ও প্রতিবন্ধী শিশুদের স্নেহের পরশ বুলিয়ে দেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে কয়েকটি টেবিল ঘুরে আমন্ত্রিতদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান। পরে মঞ্চে এসে সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।