কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় ছোটফৌদ গ্রামের আওয়ামীলীগ নেতা শফিকুল হকের পুত্র শাহ আলম শিমুল (২৮) কে তার শ^শুর বাড়ীর ডাকাতির মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে গত শনিবার বিকেল ৪টায় মমতাজগঞ্জ বাজার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ইউপি ছাত্রলীগ সভাপতি জয়নুল ইসলামের পরিচালনায় মানবন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি আ’লীগের সভাপতি ডাঃ কয়ছর রশিদ, সহ সভাপতি নাজির আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী, যুবলীগ সভাপতি মুজির উদ্দিন, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আতাউল গণি, ইউপি সদস্য মস্তাক আহমদ, সায়েফ উদ্দিন, মমতাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ কলিম উদ্দিন, হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওঃ জামিল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডাকাতির ঘটনার অভিযোগে গ্রেফতারকৃত শাহ আলম শিমুল সম্পূর্ণ নির্দোশ। সে কোন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে কখনও জড়িত ছিল না। সম্পূর্ণ অন্যায় ভাবে তার শ^শুর খুলুর মাটি গ্রামের আতাউর রহমান চৌধুরী বসত বাড়ীতে ডাকাতির মামলায় মেয়ের জামাই শাহ আলম শিমুলকে প্রতিহিংসা মূলক ভাবে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছেন। বক্তারা আরো বলেন, আতাউর রহমান চৌধুরীর মেয়ের সাথে শিমুলের কয়েকমাস পূর্বে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে আতাউর রহমান তার মেয়েকে নিজ বাড়ীতে নিয়ে রেখে শিমুলের বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছেন। অবিলম্বে ডাকাতি মামলা থেকে গ্রেফতারকৃত ব্যবসায়ী শিমুলকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার মুক্তি এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তের দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীরা।