আব্দুল্লাহ বিন রওহা তুহিন
বৈশাখ এলো আবার ফিরে
বাঙালিদের মাঝে,
সব ভেদাভেদ দূরে রেখে
নতুন রূপে সাজে।
বৈশাখ এলে গাছের শাখে
পাখি গায়’যে গান!
পাখির গানে মুগ্ধ সবাই
মুগ্ধ মনও প্রাণ।
বৈশাখ এলে বন্ধুর সাথে
আবার ফিরে দেখা,
আমেজ-খুশি মিলে মিশে
আদর দিয়ে আঁকা।
বৈশাখ এলে ছোট্ট শিশু
একটু হেসে নাচে,
বৈশাখ এলো সবার পাশে
বাঙালিদের কাছে।