কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলে মোবাইল টাওয়ার নির্মাণ ও নুসরাত জাহান রাফি হত্যাসহ সকল নারী নির্যতনের প্রতিবাদে মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর মাধ্যমে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন অংশ নেয়। উপজেলা সুজন সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও রাসেল হাসান বক্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা সুজনের সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা উদীচীর সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আফিকুল ইসলাম হেলাল, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র সভাপতি মোনায়েম খান, সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।