মৌলভীবাজার সদর উপজেলার আরেক যুবক তিউনিসিয়ায় নৌকা ডুবিতে নিখোঁজ

20

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মৌলভীবাজারের সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আজিজুর রহমান রুকুল নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে আজিজুর রহমান রুকুল এর বড় ভাই মাধ্যমিক স্কুলের শিক্ষক মো. মুহিবুর রহমান মোবাইল ফোনে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ৫ ভাই ও তিন বোনের মধ্যে রুকুল সবার ছোট। তবে তার মৃত্যুর বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেনি।
এর আগে নিখোঁজের ভাতিজা মো. আলমগীর মিয়া সকালে মোবাইল ফোনে বলেন, আমার চাচা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ রয়েছেন। বাড়িতে শোকের মাতম চলছে।
নিখোঁজ রুকুল মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের মৃত সাদিকুর রহমানের ছেলে।
নিখোঁজের বড় ভাই মুহিবুর রহমান বলেন, আমার ভাই আমার সাথে বায়না ধরে লিবিয়া যাবে। আমি তার কথা অনুযায়ী টাকা পয়সা দিয়ে ২০১৭ সালে মে মাসের ২০ রমজানের দিকে ঢাকা ট্রেভেলস এজেন্সির মাধ্যমে লিবিয়া গমন করে। আমার ইচ্ছা ছিল না যে তাকে বিদেশে পাঠাই। সর্বশেষ ৮ মে রাত ৮.১০ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে সে আমাকে জানিয়েছে আমি এখন রওয়ানা হয়েছি ইতালি যাওয়ার পথে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আর কোন যোগাযোগ নেই। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুমান আহমদ রানু বলেন, আমার গ্রামের বাড়িও শোকে স্ত­ব্ধ। তার কোন খোঁজ খবর নেই।
রেড ক্রিসেন্টের নার্স তিউনিসিয়ার নাগরিক ইয়াসমিন বলেছেন, রুকুলের কোন তথ্য আমার কাছে নেই। সে মৃত না জীবিত।