বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
টাঙ্গুয়া হাওরে ভসমান জলাবন থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় হাওরে মাছ ধরার সময় দক্ষিণশ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের জেলে আব্দুল মান্নান জলাবনের মধ্যে মেছোবাঘটি দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে জেলে আব্দুল মান্নান মেছো বাঘটিকে স্থানীয় ৫ নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল আহমেদের কাছে দিয়ে দেন। ধারণা করা হচ্ছে হঠাৎ করে টাঙ্গুয়া হাওরে পানি প্রবেশ করার মেছো বাঘটি লোকালয়ে ফিরে যেতে পারেনি। পানিবন্দী হয়ে হাওরের ভাসমান জলাবনে আটকা পরে।
ইউপি সদস্য শিমুল আহমেদ জানান, পানি বন্দী থাকায় খাদ্যের কারণে বাঘটি অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বাঘটির ছবি সহ একটি পোস্ট দিয়েছি সংশ্লিষ্ট বিভাগরে লোকজন এসে মেছো বাঘটিকে নিয়ে যাওয়ার জন্য।